রেলের ‘কবচ’ এখন সুরক্ষার ঢাল, এআই প্রযুক্তিতে বদলাচ্ছে যাত্রা অভিজ্ঞতা

রেলের ‘কবচ’ এখন সুরক্ষার ঢাল, এআই প্রযুক্তিতে বদলাচ্ছে যাত্রা অভিজ্ঞতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – ভারতীয় রেলওয়ে ধীরে ধীরে রূপ নিচ্ছে এক আধুনিক প্রযুক্তিনির্ভর সুরক্ষা ব্যবস্থায়। দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘কবচ’ এখন রেলের যাত্রাপথে নিরাপত্তার এক নতুন ব্যাখ্যা। স্বয়ংক্রিয়ভাবে ট্রেন থামিয়ে দিতে সক্ষম এই প্রযুক্তি ট্র্যাকের প্রতিটি মুহূর্ত নজরে রাখে। লোকো পাইলট ভুল করলেও, সিস্টেম নীরবে ব্রেক চেপে দিতে পারে—এ যেন জীবনের রক্ষাকবচ!

কিন্তু এখানেই থেমে নেই ভারতীয় রেল। কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়ায় তৈরি হয়েছে এমন প্রযুক্তি, যা চলন্ত ট্রেনের নিচের যান্ত্রিক ত্রুটি শনাক্ত করে মুহূর্তেই। সেন্সর, মেশিন লার্নিং আর নিয়মিত পর্যবেক্ষণের সমন্বয়ে ট্র্যাকও এখন রেলের ‘স্মার্ট সেন্সর’ তত্ত্বাবধানে।

এই যুগান্তকারী পদক্ষেপ শুধু প্রযুক্তির ব্যবহার নয়, বরং কোটি কোটি যাত্রীর নির্ভরতার প্রতি রেলের দায়বদ্ধতারই প্রতিচ্ছবি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top