নিজস্ব সংবাদদাতা,জয়নগর,১৬ ই জুন : রেল ট্রাক এর ধারে প্লাস্টিকে মোড়া বস্তুকে ঘিরে বোমাতঙ্ক, এর জেরে রেল চলাচল বিঘ্নিত, ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখায় দক্ষিণ বারাশত রেল স্টেশনে*।
আজ সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার দক্ষিণ বারাশত রেল স্টেশন এর কাছে রেল যাত্রীরা একটি প্লাস্টিকে মোড়া বস্তুকে এক নম্বর রেল ট্রাকের ধারে পড়ে থাকতে দেখে । বোমা ভেবে আতঙ্কিত হয়ে পড়ে রেল যাত্রীরা, সাথে সাথে ঘটনার কথা জানানো হয় দক্ষিণ বারাসাত রেলস্টেশন আধিকারিক কে। সেই মুহূর্তে আপ লক্ষ্মীকান্তপুর লোকাল দক্ষিণ বারাসাত স্টেশন এ ঢুকে পড়ে। যাত্রী সুরক্ষার স্বার্থে সেই ট্রেন দাঁড় করিয়ে ঐ জায়গায় তল্লাশি চালায় রেল পুলিশ।দেখা যায় স্টেশন লাগোয়া আপ রেল ট্রাক এর ধারে প্লাস্টিকে মোড়া বোম এর আকৃতি একটি বস্তু পড়ে আছে। সেটিকে উদ্ধার করে পুলিশ। এরপর প্রায় এক ঘণ্টা পরে ট্রেন চলাচল শুরু হয়। কে বা কারা কি উদ্দেশ্যে রেল ট্রাক এর ধারে ওই বস্তু ফেলে গিয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। তবে এই ঘন্টায় রেল চলাচল বিঘ্নিত হওয়ায় দূর্ভোগে পড়ে রেল যাত্রীরা।
রেল ট্রাক এর ধারে প্লাস্টিকে মোড়া বস্তুকে ঘিরে বোমাতঙ্ক
রেল ট্রাক এর ধারে প্লাস্টিকে মোড়া বস্তুকে ঘিরে বোমাতঙ্ক
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram