নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ২৭ মার্চ, লকডাউন-এর কারণে সুনসান রাস্তা। জনমানব শূন্য সেই রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় এক পৌঢ়কে। বারুইপুর রেলগেট এলাকায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন রেল পুলিশ, তড়িঘড়ি সেখানে গিয়ে বারুইপুর রেলপুলিশের আধিকারিকরা পৌঢ়কে ভর্তি করে বারুইপুর হাসপাতালে।
জানা যায়, পৌঢ়ের নাম রতন সরদার, বারুইপুর মাস্টার পাড়ায় বাড়ি তার।চিকিৎসা চলাকালীন পুলিশ খবর দেয় তাঁর পরিবারকে।সঠিক সময়ে তাঁকে হাসপাতালে না নিয়ে এলে বড়সড় বিপদের সম্মুখীন হতে পারত।এই পদক্ষেপে রেল পুলিশকে কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করেন তাঁর পরিবারের লোকজন।