রেলের ট্যাক স্ট্যান্ডের পার্কিংকে কেন্দ্র করে জোড় অশান্তি। বুধবার শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় ছেলের জমিতে থাকা ট্র্যাক স্ট্যান্ডকে কেন্দ্র ঝামেলা বাঁধে। ট্র্যাক চালক এবং রেল পুলিশের মধ্যে অশান্তি তুমূলে ওঠে। জানা যায় বেশ কিছুদিন যাবত ছেলের জমিতে ট্রাক স্ট্যান্ডের কেন্দ্র করে চালকদের কাছ থেকে অর্থ আদায়ের নেমেছে রেল। পার্কিংয়ের রীতিমতো রেল পুলিশের ধমক চমক জুটছে। ট্রাক চালকদের অভিযোগ পার্কিং রেলের তরফ থেকে টাকা নেওয়া হলেও কোনরকম সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে না।
ট্র্যাক পিছু টাকা তুলছে রেল অথচ ট্রাকে নিরাপত্তা থেকে ওই পার্কিংয়ের ন্যূনতম জলের ব্যবস্থা টুকু নেই। বুধবার রেল পুলিশের হুশিয়ারির মুখে বিক্ষোভ দেখাতে লাগে ট্রাক চালকেরা। তাদের দাবি পার্কিং বাবদ টাকা দেব তবে আমাদের গাড়ির নিরাপত্তা এবং জল ও শৌচালয়ের ব্যবস্থা করতে হবে রেলেকে। তাদের দাবি এই ন্যূনতম ব্যবস্থাটুকু এদের তরফে করা না হলে রেলের জমিতে ট্রাক স্ট্যান্ড এর জন্য কোন পার্কিং বাবদ অতিরিক্ত টাকা দেওয়া হবে না। এই ঝামেলাকে কেন্দ্র করে ক্ষণিকের জন্য এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন – মধ্যপ্রদেশে পুরসভা নির্বাচনে বিজেপির বড় জয়
উল্লেখ্য, রেলের ট্যাক স্ট্যান্ডের পার্কিংকে কেন্দ্র করে জোড় অশান্তি। বুধবার শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় ছেলের জমিতে থাকা ট্র্যাক স্ট্যান্ডকে কেন্দ্র ঝামেলা বাঁধে। ট্র্যাক চালক এবং রেল পুলিশের মধ্যে অশান্তি তুমূলে ওঠে। জানা যায় বেশ কিছুদিন যাবত ছেলের জমিতে ট্রাক স্ট্যান্ডের কেন্দ্র করে চালকদের কাছ থেকে অর্থ আদায়ের নেমেছে রেল। পার্কিংয়ের রীতিমতো রেল পুলিশের ধমক চমক জুটছে। ট্রাক চালকদের অভিযোগ পার্কিং রেলের তরফ থেকে টাকা নেওয়া হলেও কোনরকম সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে না।
ট্র্যাক পিছু টাকা তুলছে রেল অথচ ট্রাকে নিরাপত্তা থেকে ওই পার্কিংয়ের ন্যূনতম জলের ব্যবস্থা টুকু নেই। বুধবার রেল পুলিশের হুশিয়ারির মুখে বিক্ষোভ দেখাতে লাগে ট্রাক চালকেরা। তাদের দাবি পার্কিং বাবদ টাকা দেব তবে আমাদের গাড়ির নিরাপত্তা এবং জল ও শৌচালয়ের ব্যবস্থা করতে হবে রেলেকে। তাদের দাবি এই ন্যূনতম ব্যবস্থাটুকু এদের তরফে করা না হলে রেলের জমিতে ট্রাক স্ট্যান্ড এর জন্য কোন পার্কিং বাবদ অতিরিক্ত টাকা দেওয়া হবে না। এই ঝামেলাকে কেন্দ্র করে ক্ষণিকের জন্য এলাকায় উত্তেজনা ছড়ায়।