নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৭ জুলাই :-▪ ঘোষণা করা হয়েছিল আগেই। সে মতো মঙ্গলবার সকাল থেকেই বীরভূমের বিভিন্ন রেলস্টেশনে রেলের বেসরকারিকরণের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করল তৃণমূল কংগ্রেস।
বীরভূমের রামপুরহাট রেল স্টেশনে অবস্থান বিক্ষোভে সামিল হয় বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, রাজ্যের কৃষিমন্ত্রী আসিস ব্যানার্জি সহ জেলার বিভিন্ন হেভিওয়েট তৃণমূল নেতা নেত্রীরা। পাশাপাশি সিউড়ি রেল স্টেশনে অবস্থান বিক্ষোভে সামিল হয় সিউড়ি ও খয়রাশোল তৃণমূল কংগ্রেসের অবজারভার বিকাশ রায় চৌধুরী ও সিউড়ি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। দুবরাজপুর রেল স্টেশনে দুবরাজপুর শহরের নেতাকর্মীরা অবস্থান বিক্ষোভে সামিল।