নিজস্ব সংবাদদাতা,রামনগর,১লা মে : বুধবার সকালে দিঘা তমলুক রেল লাইনের রামনগর থানার সৈয়দপুরের কাছে রেল লাইনের ধার থেকে এক পুলিশ কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃত যুবকের নাম অনুপম মিশ্র (২৬)। তিনি কাঁথি থানায় হোমগার্ড হিসেবে চাকরীরত ছিলেন বলে জানা গেছে। দিঘা জিআরপি সূত্রে জানা গেছে, অনুপম সৈয়দপুরে তাঁর শ্বশুরবাড়ি থেকে যাতায়াত করত। গতকালও তিনি কাঁথি থেকেই বাড়ি ফেরার জন্য বেরিয়ে এসেছিলেন।
তবে রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয় বাসিন্দারা রেল লাইনের ধার থেকে অনুপমের ক্ষতবিক্ষত মৃতদেহটিকে পড়ে থাকতে দেখেন। খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দিঘা জিআরপি মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
জিআরপি সূত্রে খবর, গতকাল সম্ভবতঃ রাত্রি ১০টা নাগাদ পাঁশকুড়া থেকে দিঘা গামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই যুবকের। তবে ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা নিয়ে ধ্বন্দ্বে রয়েছেন জিআরপি আধিকারীকেরা।
জিআরপি সূত্রে জানা গেছে, ট্রেনের ধাক্কায় তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকার পাশাপাশি তাঁর ডান পায়ের হাটুর কাছে জোরাল ক্ষত হয়ে রয়েছে। তবে শরীরের বাকি অংশ প্রায় অক্ষত। এই কারনেই প্রাথমিক ভাবে এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।
ঘটনার খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। মৃতের পরিবার সূত্রে জানা গেছে বাড়িতে তাঁর একটি তিন মাসের সন্তান রয়েছে। কিন্তু কি ভাবে এই ঘটনা ঘটল তা নিয়েই ধোঁয়াশা রয়েছে সর্বত্র।