নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,৫ ই আগস্ট :রেল লাইনের পাশ থেকে এক প্রতিবন্ধী গৃহবধূর মুন্ডু কাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । ঘটনাটি , দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানার উকিলের হাট স্টৈশন এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে এক গৃহবধূর মৃতদেহ ট্রেনের লাইনের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক বাসিন্দা। পরে তিনি কাছে গিয়ে দেখেন, রেল লাইনের বাইরে পড়ে রয়েছে গৃহবধূর দেহ এবং রেল লাইনের ভেতরে পড়ে রয়েছে তার কাটা মুন্ডু। সঙ্গে সঙ্গে তিনি গ্রামে খবর দিলে, গ্রামবাসীরা ঘটনাস্থলে এসে ভিড় জমান। যদিও মৃত গৃহবধূর কোন পরিচয় জানা যায়নি।
কিন্তু প্রশ্ন উঠছে এত সকালে ওই গৃহবধূ কি করতে ওই স্থানে এসেছিল, তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য । তবে কী ওই গৃহবধূর মৃত্যু রেল দুর্ঘটনার ফলে হয়েছে নাকি তাকে কেউ খুন করার পর ওই স্থানে ফেলে দিয়ে গেছে, তারই তদন্ত শুরু করেছে রেল পুলিশ।