নিজস্ব সংবাদদাতা ৭জানুয়ারি ২০২১ উত্তর ২৪পরগণা:রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দু’জনের। আরও একজন আশঙ্কাজনক।
বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে শিয়ালদা-বনগাঁ শাখার ঠাকুরনগর মেলার মাঠ সংলগ্ন রেললাইনের উপরে। পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম অতনু বিশ্বাস (২৫) ও শুভজিৎ বিশ্বাস (১৯)। বাড়ি গাইঘাটা থানার উত্তর শিমুলপুর, শিমুলপুর চৌরঙ্গীতে।আহত যুবকের নাম জয় দে (১৯)। বাড়ি ঠাকুরনগর পাতলা পাড়ায়৷পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, এদিন সন্ধের পর ওই তিন যুবক রেললাইনের উপরে বসে মোবাইলে গেম খেলছিলেন। সন্ধে ৭টা নাগাদ শিয়ালদা থেকে বনগাঁ লোকাল এসে পড়ে। চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিন যুবকই।দুই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে উদ্ধার করে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।স্থানীয় বাসিন্দা সুদীপ মণ্ডল বলেন, ‘ওই তিন যুবক এদিন সন্ধের পরে রেললাইনের উপরে বসে মোবাইলে গেম খেলছিল। কানে হেডফোন ছিল। তখন ট্রেন ঢুকে পড়ে।। ট্রেনের ধাক্কায় ওই দু’জন ঘটনাস্থলেই মারা যান। অপরজন মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন…ডিজেল অটো বন্ধ করার দাবিতে বিক্ষোভ গ্রীন অটো চালকদের