রেল স্টেশনে প্ৰকাশ্যে সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মার বিজেপি কর্মীদের। নিশ্চুপ জিআরপি। গেরুয়াধারিদের ভয়ে অরাজক রাজ কায়েম স্টেশন চত্ত্বরে। রেলের নিরাপত্তা শিকেয়! বিজেপি দুষ্কৃতীদের বিরুদ্ধে জিআরপি কাছে অভিযোগ দায়ের সিভিক ভলেন্টিয়ারের।
জানা গিয়েছে বুধবার নবান্ন অভিযানের পর শিলিগুড়ি নিউজলপাগুড়ি স্টেশনে ফেরে বিজেপি কর্মীদের একটি দল। সেখান থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা দলটির। সেসময় এনজেপি স্টেশনে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল ব্রাঞ্চের সিভিক ভলেন্টিয়ার পার্থ মন্ডল বিশেষ প্রয়োজনে স্টেশন চত্ত্বরে যান।
অভিযোগ সেসময় আচমকা একদল বিজেপি কর্মী তথা দলীয় হুলিগানেরা তার ওপর চড়াও হয়। তাকে বেধড়ক মারধোর করা হয়। কোনোক্রমে প্রাণ হাতে নিয়ে সেখান থেকে পালিয়ে থানায় আসে। রেলের জিআরপির উত্তরবঙ্গের এসআরপি যশপ্রীত সিংহ বলেন এদিন বিকেল পাঁচটা নাগাদ ব্যক্তিগত কাজে সিভিক ভলেন্টিয়ারকে কিছু দুষ্কৃতীরা মারধোর করে। সিভিক ভলেন্টিয়ার কর্মসূত্রে নয় পরিবারের পরিজনেদের নিতে এসেছিলেন। আচমকা দুষ্কৃতীরা তার ওপর চড়াও হয়। বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে।
আরও পড়ুন – এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
তিনি জানান জিআরপির কাছে এদিন রাতে অভিযোগ দাখিল করেছেন ওই সিভিক ভলেন্টিয়ার। সেমত মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। এনজেপি স্টেশনের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালানো হচ্ছে। এদিকে কানা ঘুষো শোনা যাচ্ছে ও স্পেশ্যাল ব্রাঞ্চের ওই সিভিক এদিন নিউজলপাইগুড়িতে নবান্ন ফেরত বিজেপি কর্মী যাত্রীদের এনজেপি ষ্টেশনে ছবি তুলছিলেন। সেসময়তে সিভিকের ওপর চড়াও হয় বিজেপি কর্মীরা।
ভেঙে দেওয়া হয় আক্রান্তের মোবাইল বলেও অভিযোগ। এরপরই শহরের বিভিন্ন এলাকায় বিজেপির দুষ্কৃতীদের সন্ধান চালানো হয় বিশাল পুলিশ বাহিনী নিয়ে। বিক্ষিপ্ত হবে বিভিন্ন জায়গাতে সন্ধান চালায় পুলিশ। জানা গিয়েছে ওই সিভিকের এদিন সকালেই শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। এদিকে জিয়ার পি সিসি ক্যামেরার ফুটের সংগ্রহের কথা বললেও এনজিপি স্টেশনে একাধিক থেকে ক্যামেরা বন্ধ হয়ে পড়ে রয়েছে। অন্যদিকে স্টেশন চত্বরে অরাজক পরিস্থিতি নিয়ে নিশ্চুপ রেল। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বিজেপি দুষ্কৃতীরা শহরের বাইরে চলে গিয়েছেন।