নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৯ ডিসেম্বর, পেঁয়াজের আকাশ ছোঁয়া দামে নাজেহাল হয়ে পড়েছে সাধারণ মানুষ।যত পেঁয়াজ উৎপাদন কম হচ্ছিলো ততই যেন বেড়ে চলেছিল পেঁয়াজের ডিম্যান্ড। তবে এবার হয়তো কিছুটা হলেও স্বস্তির ছায়া পাওয়া যাচ্ছে।সরকারের ঘোষণা মতো পেঁয়াজ বিক্রি শুরু হল কলকাতার রেশন দোকানে।তাই সকাল থেকে আজ রেশনের দোকানের সামনে মানুষের ভিড়। ভর্তুকির পেঁয়াজ কিনতে বাড়ি থেকে বেরিয়ে এসেছে সকল মধ্যবিত্ত। সোমবার সাধারণত রেশন দোকান বন্ধ থাকে। কিন্তু পেঁয়াজ বন্টনের জন্য আজ রেশন দোকান খোলা রাখার নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার।
জানা গিয়েছে, রাজস্থানের আলওয়ার থেকে রাজ্য এসেছে পেঁয়াজ। উত্তর কলকাতার শোভাবাজার, মুচিপাড়া, শিয়ালদহ এলাকায় এই পেঁয়াজ পৌঁছে গিয়েছে। পরিবারে যতজন সদস্যই থাকুন না কেন ৫৯ টাকায় ১ কিলো পেঁয়াজ দেওয়া হচ্ছে। আগেও এই দামে পেঁয়াজ পাওয়া যেত সুফল বাংলা-র স্টলে। কিন্তু সেই স্টলের সংখ্যা খুবই কম।তাই সঠিক মাত্রায় পেঁয়াজের চাহিদা মিটছিল না, ফলে সেই সমস্যা সমাধানের জন্য রেশন পেঁয়াজ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
পরিবার পিছু মিলবে ১ কিলো পেঁয়াজ। কেজি পিছু ৫০ টাকা ভর্তুকি দেবে সরকার। বাইরে থেকেও পেঁয়াজ আনার প্রয়াস চলছে এমনটাও জানা গিয়েছে।



















