রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ ধূপগুড়িতে

রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ ধূপগুড়িতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ ধূপগুড়িতে। ধূপগুড়িতে রেশন সামগ্রী কম দেওয়ায় একের পর এক জায়গায় চঞ্চল্য । কিছুদিন আগে ধূপগুড়ির এক রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। এবার ফের এক রেশন ডিলারের বিরুদ্ধে রেশন সামগ্রি কম দেওয়ার অভিযোগ। ধূপগুড়ি ব্লকের মাগুরবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিরহাট এলাকার ঘটনা। জানা গেছে, প্রতি মাসের মত এদিনও দুয়ারে রেশন সামগ্রী দেওয়া হচ্ছিল। সে সময় বেশ কয়েকজন গ্রাহক সেখানে গিয়ে রীতিমতো বিক্ষোভ দেখান।

আরও পড়ুন – কুড়ি দিন থেকে নিখোঁজ , জলপাইগুড়ির ব্যাবসায়ী

বেশ কয়েকজন রেশন গ্রাহকদের অভিযোগ তাদের পরিবারের কারো ছয়টি রেশন কার্ড, কারো চারটি রেশন কার্ড রয়েছে তাদেরকে চারজনের বা দুজনের করে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে। রেশনের কর্মীদের দাবি, তাদের আধার লিঙ্ক করা নেই তাই রেশন সামগ্রী দেওয়া হচ্ছে না। এদিকে বিক্ষোভের ফলে রেশন সামগ্রী বিতরণ করা বন্ধ হয়ে যায়। এরপর ঘটনাস্থলে আসেন রেশন ডিলার। তিনি এসে তাদের রেশন সামগ্রী দেওয়া হবে বলে আশ্বস্ত করলে গ্রাহকরা শান্ত হন।

যদিও এ বিষয়ে রেশন ডিলার উৎপল কুমার রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান,তাদের আধার লিঙ্ক করা আছে কিনা তা ভালো করে দেখতে হবে এবং তারা যাতে সঠিকভাবে রেশন পান সে বিষয়টি দেখা হবে।

 

এদিকে রেশন গ্রাহক এমডি আয়ুষা অভিযোগ করেন, রেশন কার্ড আধার লিঙ্ক করার সময় তাদের কাছে ৪০ টাকা করে নেওয়া হয়েছিল তারপরও কেন আধার লিঙ্ক করা হয়নি সে বিষয়টি তাদের জানা নেই। এই পুরো বিষয়টির খুব তাড়াতাড়ি যেন সমাধান করে তাদের প্রাপ্য রেশন সামগ্রী দেওয়া হয়।

উল্লেখ্য বেশ কিছুদিন আগেই ধূপগুড়ি ব্লকের সোনাতলাহাটের এক রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে ঠিকমতো রেশন সামগ্রী না দেওয়ার জন্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top