দক্ষিণ ২৪পরগণা,(বারুইপুর):- এক রেস্টুরেন্ট কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার সকালে স্থানীয় মানুষজন বিকাশ সাউ নামে ঐ ব্যক্তিকে রেস্টুরেন্টের মধ্যেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার শাসন এলাকায়। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

মাত্র চারদিন আগেই এই নতুন রেস্টুরেন্টে কাজ শুরু করেছিলেন বিকাশ। বৃহস্পতিবার রাতেও রেস্টুরেন্টের সকল কর্মচারীদের সাথে কথা বলে রেস্টুরেন্ট বন্ধ করেন। কিন্তু রাতে বাড়ি ফেরেন নি। এদিন সকালে অন্যান্য কর্মচারীরা রেস্টুরেন্টে এসে সেখানে বন্ধ ঘরের মধ্যে বিকাশের ঝুলন্ত দেহ দেখতে পায়। তড়িঘড়ি স্থানীয় থানায় খবর দিলে বারুইপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। কি কারণে এই মৃত্যু সে বিষয়েও তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।