মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে রোগীর আত্মীয়দের বিক্ষোভের মুখে পরলেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কারন হাসপাতালের পরিসেবা নিয়ে ক্ষোভ।
বুধবার সকালে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। মেডিকেল কলেজ এই জেলার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও জেলা প্রশাসনের কর্তাদের সাথে বৈঠক করেন। এরপর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে র পরিষেবা নিয়ে প্রশংসা করে তিনি প্রসূতি বিভাগ পরিদর্শনে যান। সেখানে রোগীর আত্মীয়রা তার সাথে কথা বলতে চান। কিন্তু তাদের সাথে কথা না বলে মন্ত্রী চলে যাওয়ায় শুরু হয় বিক্ষোভ। রোগীর আত্মীয়দের বিক্ষোভের মুখে পড়ে চরম অস্বস্তিতে পড়ে যান তিনি। এই পরিস্থিতিতে কোনরকমে হাসপাতাল ছাড়েন মন্ত্রী। আসরে নামতে হয় জেলাশাসক কৌশিক ভট্টাচার্য কে। তিনি রোগীর আত্মীয়দের সাথে কথা বলে পরিস্থিতি সামাল দেন।
মন্ত্রী বলেন রোগীর চাপ আছে তাও এই রাজ্যে যথেষ্ট ভালো স্বাস্থ্যপরিসেবা বিনামূল্যে দেওয়া হয়।
জেলাশাসক বলেন রোগীর আত্মীয়রা চিন্তায় উদ্বিগ্ন হয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে ইতিমধ্যেই হাসপাতলে বেড বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে দ্রুত তা কার্যকর করা হবে।