নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ৫ এপ্রিল, করোনার জেরে যখন সারা বিশ্ব মহামারি আকার ধারন করেছে ঠিক সেই সময় নদিয়ার জেলার কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয় পরিজনদের রান্না করা খাবারের আয়োজন করল ওই হাসপাতালে জনা ৩০জন এম্বুলেন্স ড্রাইভার।
জানা যায়, তারা সকলের নিজেদের পকেটের অর্থ ব্যায় করে তাদের সব্জী ভাত খাবারের ব্যবস্থা করলেন।চারিদিকে যখন সব বন্ধ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা রোগীর আত্মীয়দের পাশে দাড়নোয় খুশি সকলে।গতদুদিন ধরে চলছে উদ্যোক্তাদের এই কর্মসূচী, জানা যায় এটি চলবে লকডাউন বন্ধ হওয়া পর্যন্ত।