রোজার মাসে জলের সমস্যায় ভুগছে পান্ডুয়ার দুটি গ্রামের মানুষ। হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হরাল এর দুটি গ্রামে দীর্ঘদিন ধরেই সমস্যা চলে আসছে। p.h.e. তরফে বাড়ি বাড়ি যে জলের প্রকল্প করা হয়েছিল তাতেই সমস্যায় পড়েছে গ্রামের মানুষেরা। অভিযোগ p.h.e যে অপারেটর আছে তাকে বারবার জানানো সত্ত্বেও কোনো প্রতিকার হয়নি ।
তাদের আরো অভিযোগ স্থানীয় হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতে এ বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়। গ্রামবাসীদের অভিযোগ জলের ট্যাংকি করা হয়েছে তা পুরোপুরি ভর্তি করা হয় না। এমনিতেই গ্রীষ্মকাল ,তার উপর রোজার সময় জল যন্ত্রণায় ভুগছি দুটি গ্রামের মানুষ।।
অন্য দিকে p.h.e. অফিসের অপারেটর নব কুমার ঘোষ বলেন ,বাড়ি বাড়ি বহু কানেকশন হওয়ার ফলে জলের চাপ কমে গেছে ।দূরের গ্রাম গুলিতে ঠিক জল যাচ্ছে না ।জলের ট্যাঙ্কের লক পুরো খুলে দেওয়ার পরও জল যাচ্ছে না। কি কারনে হচ্ছে বুঝতে পারছিনা আমি। অফিসে বিষয়টি জানাবো।
আর ও পড়ুন তোলা না দেওয়ায় ব্যবসায়ীদের ওপর দুষ্কৃতী হামলা
এক গ্রামবাসী রেজাউল মন্ডল বলেন দক্ষিণ হরালে মোবারকপাড়া ও সর্বমঙ্গলা দুটি গ্রামে p.h.e. বাড়ি বাড়ি পাইপলাইন হওয়ার পর থেকে জল পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে p.h.e. অফিসে জানিয়েছি কোন সুরাহা মেলেনি।
P.h.e পক্ষ থেকে বারে বারে ব্যবস্থা নেওয়ার কথা জানালেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। P.h.e. কাছে আমাদের আবেদন যাতে জলর সমস্যা তারা যেন দ্রুত ব্যবস্থা করে দিক। এমনিতেই রোজার মাস চলছে মধ্যে গ্রামে একটি মাত্র টিউবয়েল। তার ওপরই নির্ভর করেই চলতে হচ্ছে আমাদের।
উল্লেখ্য, রোজার মাসে জলের সমস্যায় ভুগছে পান্ডুয়ার দুটি গ্রামের মানুষ। হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হরাল এর দুটি গ্রামে দীর্ঘদিন ধরেই সমস্যা চলে আসছে। p.h.e. তরফে বাড়ি বাড়ি যে জলের প্রকল্প করা হয়েছিল তাতেই সমস্যায় পড়েছে গ্রামের মানুষেরা। অভিযোগ p.h.e যে অপারেটর আছে তাকে বারবার জানানো সত্ত্বেও কোনো প্রতিকার হয়নি ।তাদের আরো অভিযোগ স্থানীয় হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতে এ বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়।
গ্রামবাসীদের অভিযোগ জলের ট্যাংকি করা হয়েছে তা পুরোপুরি ভর্তি করা হয় না। এমনিতেই গ্রীষ্মকাল ,তার উপর রোজার সময় জল যন্ত্রণায় ভুগছি দুটি গ্রামের মানুষ।।অন্য দিকে p.h.e. অফিসের অপারেটর নব কুমার ঘোষ বলেন ,বাড়ি বাড়ি বহু কানেকশন হওয়ার ফলে জলের চাপ কমে গেছে ।দূরের গ্রাম গুলিতে ঠিক জল যাচ্ছে না ।জলের ট্যাঙ্কের লক পুরো খুলে দেওয়ার পরও জল যাচ্ছে না। কি কারনে হচ্ছে বুঝতে পারছিনা আমি। অফিসে বিষয়টি জানাবো।