কিছুদিন বাদে বাদেই খবরের শিরোনামে উঠে আসে শ্রাবন্তীর নাম। সম্পর্কের টানাপড়েন, বিবাহ বিচ্ছেদ বা একাধিক প্রেম সর্বদাই বিতর্কের শীর্ষে রয়েছেন এই অভিনেত্রী। ইতিমধ্যে তিন বার বিয়ের পিরিতেও বসেছেন তিনি। তবে টেকেনি একটিও। গত কয়েকমাস ধরে অভিনেত্রী তার তৃতীয় স্বামী রোশনের সঙ্গে থাকছেন না, যদিও আইনত বিবাহ বিচ্ছেদ হয়নি তাদের।
এই বিবাহবিচ্ছেদ জল্পনার মধ্যে ফের শ্রাবন্তীর মুখে শোনা গেল অন্য সুর। প্রথম স্বামী রাজীবের প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। হটাৎ এমন বক্তব্যের কারণ কি হতে পারে? তবে কি ফের প্রথম স্বামীর ঘরেই ফিরছেন শ্রাবন্তী। সদ্য ছেলেকে সঙ্গে নিয়ে কাশ্মীর ঘুরে এলেন অভিনেত্রী। তবে শুধু মা ছেলেই নয় সঙ্গে ছিল ঝিনুকের গার্লফ্রেন্ডও।
সম্প্রতি প্রথম স্বামীর কথা উঠতেই শ্রাবন্তী জানান, স্বামী হিসাবে তার সঙ্গে রাজীবের সমস্যা থাকলেও পরিচালক হিসেবে তিনি খুব ভালো কাজ করছেন। শুধু তাই নয় তিনি আরও বলেন, আগামীদিনে সুযোগ পেলে আবারও কাজ করতে চান শ্রাবন্তী রাজীবের সঙ্গে। আগাগোড়াই রাখঢাক পছন্দ করেন না তিনি। সম্পর্ক নিয়ে হামেশাই খুলাখুলি কথা বলেছেন তিনি। শ্রাবন্তী জানান, রাজীবের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চলাকালীন বিন্দাস ও মজনু ছবিতে কাজ করেছেন তিনি।