হাওড়া – আবারো বাইক দুর্ঘটনা মা ফ্লাইওভারে। গুরুতর আহত বাইক চালক ও আরোহী।র্যাপিডো বাইক করে হাওড়ার ডোমজুর থেকে চাকরির পরীক্ষা দিতে টিসিএস আসছিল এক তরুণী। বাইক দ্রুত গতিতে চলছিল বলে অভিযোগ।
মা ফ্লাইওভার নিয়ন্ত্রণ হারিয়ে পালটি খায় বাইকটি। গুরুতর জখম অবস্থায় রাপিডো চালককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরোহী তরুণীকে রুবির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাইকের সামনের অংশ ভেঙে চুরমার। আরোহী তরুণীর হেলমেট মা ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পরে যায়। জানা গেছে আহত তরুণীর নাম আরিত ভারতী।
