নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২৪ মার্চ, বারাসাত শহরের লকডাউনের ফলে যানবাহন অন্যদিনের তুলনায় অনেক কম। যেকটি যানবাহন রাস্তায় দেখা মিলছে তাদের ঘরে পাঠিয়ে দিচ্ছে পুলিশ। চাপাডালি মোড় ডাকবাংলো মোড়ে পুলিশের টহল।
বারাসাত শহরে ঢোকা প্রতিটি গাড়ি আটকে দেওয়া হচ্ছে। অবধায়ক কোনও কারণে গাড়ি বের হলে তার কারণ ও কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে বারাসাত পুরসভার পুলিশ বেশ কিছু খোলা দোকানও বন্ধ করে দেয়।উল্লেখ্য লকডাউন অমান্য করে দেগঙ্গায় যেসকল দোকান খোলা হয় সেখানে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে দোকানের সাঁটার ফেলে দেয়।