“লকডাউন”কে হত্যার হুমকি হিসেবে ব্যবহার করে খুন করা হল এক যুবককে

“লকডাউন”কে হত্যার হুমকি হিসেবে ব্যবহার করে খুন করা হল এক যুবককে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ২৪ মার্চ, শান্তিপুর শহরের এক নম্বর ওয়ার্ডের গোডাউন পাড়ার বাসিন্দা বিশাল রাজভরকে প্রথমে খুনের হুমকি দেওয়া হয়।তারপর তাকে খুন করার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

বিশাল রাজভর শান্তিপুর পাওয়ার হাউসে অস্থায়ী কাজ করে। বিশাল রাজভরের কাকা বুলু রাজভর জানান,
ওই এলাকারই বিরাটাকার হাটের চালার শেষপ্রান্তে প্রায়ই বসে মদের আসর। সেখান থেকে পথচলতি এলাকাবাসীর উদ্দেশ্যে বিভিন্ন কটূক্তি করা হয়। ভাইপো বিশালকে বিভিন্ন নামে কটূক্তি করা হয়, অকথ্য ভাষায় গালিগালাজ, অপমান সূচক কথাবার্তা চলে প্রায়ই। গতকাল এবং আজ প্রকাশ্যে বলা হয় আজ বিকেল পাঁচটার পর “লকডাউন” হয়ে যাবি তুই। এর অর্থটা সন্ধ্যে ছটার সময় বোঝা যায়। পাশের এলাকার হরে কৃষ্ণ পল্লীর এক মদ্যপ যুবক হঠাৎ হাতে ছুড়ি নিয়ে লকডাউন বলে আক্রমণ। ছুরির ৬ ইঞ্চি ফলা ঢুকে গেল বা পাঁজর ভেদ করে। চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে বিশাল। এলাকাবাসী উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কল্যাণী জে এন এম হাসপাতালে ট্রান্সফার করা হয়। পাশের এলাকার তিন জন যুবকের নামে লিখিত অভিযোগ জানানো হয় শান্তিপুর থানায়। ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top