২৬ মার্চ, করোনার জেরে ২১ দিনের লকডাউনের ঘোষণা দেশের সরকারের।এই সংক্রমণ ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া আবশ্যিক।এদিকে লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যে আটকে বাঙালি শ্রমিকরা।মহারাষ্ট্রে আটকে পড়েছেন বাংলার ৮৭ জন শ্রমিক।প্রায় ৫০ থেকে ১০০ জন শ্রমিক রয়েছে।শ্রমিকদের বাসস্থান, খাদ্য ও চিকিৎসা পরিষেবা দেওয়া হোক, এমন আবেদন জানিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য-প্রার্থনা করেন ওই শ্রমিকরা।
সেই আবেদন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতেই শ্রমিকদের অসহায়ের কথা ভেবে ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে তিনি আবেদন জানিয়েছেন, এই সংকটজনক পরিস্থিতিতে আটকে পড়া শ্রমিকদের সাহায্যার্থে যেন এগিয়ে আসে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি। তাঁদের খাবার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাহায্য করা হয়। যেমনটা তিনি নিজেও এখানে আটকে পড়া ভিনরাজ্যের কর্মীদের জন্য ব্যবস্থা করেছেন।