
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার, ২৫ মার্চ, মঙ্গলবার গোটা দেশ জুড়ে প্রধানমন্ত্রী লকডাউনের ঘোষণা করেছে।সেইমতো আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তে সকলে গৃহবন্দী হয়েছে। আলিপুরদুয়ারে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য রাখা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
এই লকডাউন যাতে সফল ভাবে সম্পন্ন হয় তার জন্য আজ লকডাউনের তৃতীয়দিনে রাস্তায় নামল এস এস বি ও পুলিশ প্রশাসন।আলিপুরে কিছুকিছু জায়গায় লক দেখতে পাওয়া যায়।পরবর্তীতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জয়ঁগাতে মাইকিং করা হয়। বর্তমানে জয়ঁগা শহরে টহলদারি চালাচ্ছে এস এস বি জ ওয়ানরা ও পুলিশ প্রশাসন।