লকডাউনের দ্বিতীয়দিনে সকাল থেকে মানুষকে সচেতন করার প্রচেষ্ঠা পুলিশবাহিনীর, চলছে মৃদু লাঠিচার্জও

লকডাউনের দ্বিতীয়দিনে সকাল থেকে মানুষকে সচেতন করার প্রচেষ্ঠা পুলিশবাহিনীর, চলছে মৃদু লাঠিচার্জও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ মার্চ, লকডাউনের দ্বিতীয়দিন সকাল থেকে রাস্তায় বিশাল পুলিশবাহিনী।লাঠিচার্জ করে রাস্তা থেকে মানুষকে বাড়িতে পাঠাল পুলিশ প্রশাসন।সমগ্র শহরে জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ র‍্যাফ বাহিনীকে নিয়ে গোটা সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছে। শহরের বেশিরভাগ দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকলেও কিছুকিছু দোকান খোলা আছে পাশাপাশি রাস্তার পাশে দারিয়ে কিছু মানুষকে আড্ডা দিতে দেখা যাচ্ছে। এই ধরনের ব্যবসায়ী ও আড্ডাবাজদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতেই গোটা শহর যুরে চলছে পুলিশের টহল।

প্রথমে মানুষকে সচেতন করার চেষ্টা করছে পুলিশ। এরপরেও যদি কোনও ব্যবসায়ী সরকারি নির্দেশ না মানে তাহলে এই ধরনের ব্যবসায়ী ও আড্ডাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে, এমনটাই জানালো পুলিশ আধিকারিকরা।এদিন জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথন ইলোয়ার্ড নিজে লাঠি হাতে রাস্তায় নেমেছেন। যে সমস্ত মানুষ সরকারের নির্দেশ মানছেন না তাদের উপর লাঠিচার্জ করা হচ্ছে।জলপাইগুড়ি কোতয়ালী থানায় আই সি বিশ্বাশ্রয় সরকার সহ বিশাল পুলিশ বাহিনীর টহল চোলছে গোটা শহরে। পুলিশের টহলের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে গোটা জেলাতে চলছে মাইকিং-এর সাহায্যে সাধারণ মানুষকে সচেতন করার প্রচেষ্ঠা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top