লকডাউনের বিধিনিষেধ বহাল ১ জুলাই পর্যন্ত

লকডাউনের বিধিনিষেধ বহাল ১ জুলাই পর্যন্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মুখে যতই কেন্দ্র বিরোধিতা হোক না কেন, কেন্দ্রের প্রস্তাব কার্যকর করছে রাজ্য। লকডাউনের ক্ষেত্রেও তা-ই হল। কেন্দ্র আগেই রাজ্যগুলিকে প্রস্তাব দিয়েছিল ৩০ জুন পর্যন্ত লকডাউন করতে। আমাদের রাজ্যে লকডাউন নয় বিধিনিষেধ মানা বা অন্যভাবে দেখিয়ে খানিক ছাড় দিয়ে কিস্তিতে কিস্তিতে আপাতত তা-ই বহাল থাকল। এই দফা বিধিনিষেধ জারি ছিল ১৬ জুন পর্যন্ত । তা শেষ হওয়ার আগে প্রত্যাশিত মত আজ নবান্নে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের সাংবাদিক সম্মেলনে জানানো হল, সামান্য কিছু বাড়তি ছাড় সহ লকডাউনের বিধিনিষেধ মানার সময়সীমা বাড়ানো হয়েছে ১ জুলাই পর্যন্ত।


• সরকারি অফিস খোলা ২৫%কর্মী নিয়ে কাজের সময়মত। যাতায়াতের পরিবহণ ব্যবস্থা থাকবে, ভ্যাকসিন নেওয়া হতে হবে।
• বেসরকারি অফিস ঐ নিয়মে খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা।
• বাজার, মুদি দোকান, খুচরা দোকান খোলা সকাল ৭টা থেকে সকাল ১১টা।
• অন্যান্য দোকান সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা।
• রেস্তোরাঁ, বার, শপিং মল খোলা দুপুর ১২টা থেকে রাত ৮টা ৫০% কর্মচারী নিয়ে।
• শপিং মলের দোকান খোলা সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা। ৩০%এর বেশি এক সঙ্গে ঢোকা যাবে না।
• খেলাধুলা, স্টেডিয়াম খোলা থাকবে তবে দর্শকশূন্য হতে হবে।
• শ্যুটিং ৫০% লোক নিয়ে, ভ্যাকসিন ও মাস্ক ইত্যাদি বিধিনিষেধ মেনে।
• শিক্ষাক্ষেত্রে আগের মতই সব বন্ধ।
• গণপরিবহন বন্ধ থাকবে। তবে কিছু স্টাফ স্পেশাল চালানো হবে।
• ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ।
• রাত ৯টা থেকে সকাল ৫টা জরুরি কারণ ছাড়া বাইরে থাকা যাবে না।
• প্রাতঃভ্রমণকারীদের জন্য পার্ক খোলা সকাল ৬টা থেকে সকাল ৯টা, তবে ভ্যাকসিনের দুটো ডোজ পুরো করা থাকতে হবে।
অন্যান্য বিধিনিষেধগুলি আগের নির্দেশ মতই বহাল থাকছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top