
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১৮ এপ্রিল, করোনা সংক্রমণ রুখতে রাজ্য সহ গোটা দেশে চলছে লকডাউন।এই লকডাউনে গৃহবন্দী মানুষ।পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে প্রতিটি এলাকায় টহল দিচ্ছে পুলিশ।লকডাউনের মধ্যেই এবার মুর্শিদাবাদে প্রকাশ্যে এল নতুন খবর।লকডাউনের পরিস্থিতিতেই ফের বদলি হলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার।

জানা গিয়েছে, আইপিএস অফিসার ‘অজিত সিং যাদব’ (Ajeet Singh Yadav), তিনি মুর্শিদাবাদের (SP, Murshidabad Police District) দায়িত্বে ছিলেন।তাঁকে দুর্গাপুরে পাঠানো হল।তিনি দুর্গাপুরের SP, CIF, WB HQ -এর পোস্টে যোগ দিলেন।

অন্যদিকে মুর্শিদাবাদে তাঁর পোস্টে এলেন দুর্গাপুরের SP, CIF, WB HQ -এর পোস্টে রত ‘কে সবারি রাজ্ কুমার’ (K. Sabari Raj Kumar, আইপিএস)।



















