লকডাউনের সুযোগ নিয়ে দোকানে চুরির ফাঁদ পাতল পাঁচ ডাকাত, গ্রেফতার ৩

লকডাউনের সুযোগ নিয়ে দোকানে চুরির ফাঁদ পাতল পাঁচ ডাকাত, গ্রেফতার ৩

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৫ মার্চ, লকডাউন চলাকালীন যখন সকল দোকান বন্ধ সেই সুযোগে চুরির ফাঁদ পাতল পাঁচ ডাকাত। যদিও ইলেকট্রিক দোকানে চুরি করার আগেই তিন ডাকাতকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। সাথে ডাকাতের কাছ থেকে বেশ কিছু অস্ত্রও উদ্ধার হয়।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে যে গীতা মোড় এলাকায় একটি মোবাইল ইলেকট্রিক সামগ্রী দোকানে চুরি করছে পাঁচ জনের ডাকাতদল। সেই সময় হানা দিয়ে তিন জনকে ধরতে পারে দুজন পালিয়ে যায় এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান চার রাউন্ড কার্তুজ একটি হাসুয়া সাথে কয়েকটি রড। জানা যায় ধৃতদের নাম হল আরিফ শেখ (বয়স ৩০), রিনাউল সেক (বয়স ১৯), দুজনের বাড়ি মোথাবাড়ি থানার পুরাতন পটলডাঙ্গা অপর একজনের নাম মহম্মদ হাসানুজ্জামান (বয়স ১৯ ), বাড়ি মোথাবাড়ি থানার কেশবপুর এলাকায়। তিনজনকেই মালদা জেলা আদালতে পেশ করে মোথাবাড়ি থানার পুলিশ ও সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে এর সঙ্গে কে বা কারা জড়িত আছে তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top