নিউজ ডেস্ক, কলকাতা, ২ জুন ২০২১: করোনার প্রকোপ থেকে বাদ পড়েনি কোনকিছুই। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই হু হু করে বাড়ছে সংক্রমণ। সংক্রমণকে ঠেকাতে রাজ্যজুড়ে শুরু হয়েছে আংশিক লকডাউন। ফলে থমকে বিনোদুনিয়াও এখন বিপর্যস্ত! লকডাউনের জন্যে টালিগঞ্জ স্টুডিওপাড়ায় বন্ধ শুটিং। বিপাকে পড়েছে টলিপাড়া হাজারোও ছোটো ছোটো কলাকুশলীরা।আর্থিক সঙ্কটে কপালে ভাঁজ তাদের। গত বছর লকডাউনের জেরে হওয়া আর্থিক ধাক্কাই এখনও অবধি সামলে উঠতে পারেনি বিনোদুনিয়া।

এমনি সময় ফের বন্ধ ছোট বড়ো শুটিং। আর্থিক সমস্যায় পড়েছেন বহু প্রডাকশন হাউস। সোমবার পিআর ফিল্মিস এর ওয়েব সিরিজ টলিউড ডট কম এর কাজ বন্ধ। এমতোবস্থায় চরম বিপাকে পড়েছেন ছবির প্রযোজক,পরিচালক সহ কলাকুশালীরাও। এদিন এক সাংবাদিক সম্মেলনে মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছেন তাদের দিকটি দেখার জন্য। এদিন উপস্থিত ছিলেন ছবির প্রযোজক ললিত শর্মা,ছবির নির্দেশক প্রশান্ত রায় মাইকেল সহ অন্যান্যরা।