নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ২৪ মার্চ, লকডাউন উপেক্ষা করে রাস্তায় বার হলেই জুটছে পুলিশের লাঠি। এমন চিত্র ভাঙড়ের কাশিপুর থানার পাকাপোলে ধরা পড়ল। সপ্তাহন্তে মঙ্গলবার ভাঙড়ের পাকাপোলের হাটবার। সেকারণেই এদিন পাকাপোল বাজারে অভিযান চালায় পুলিশ।
বাজার সেভাবে না বসলেও বাজারে মানুষের জমায়েত ছিল বেশ ভালোই। পুলিশ আসতেই পালাতে শুরু করে বাজারে উপস্থিত সাধারণ মানুষ। জমায়েত ভাঙতে পুলিশ লাঠিচার্জ করে। পাকোপোল বাজারের পাশাপাশি এদিন কাশিপুর থানা এলাকার পিঠাপুকুর, সাতুলিয়া, কচুয়া, পোলেরহাট বাজারের অভিযান চালায় পুলিশ।