নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৪ মার্চ, রাজ্যজুড়ে গত সোমবার বিকাল পাঁচটা থেকে শুরু হয়েছে লকডাউন। রাজ্যের পাশাপাশি লকডাউন শুরু হয়েছে বীরভূমের সর্বত্র। আর এই লকডাউনের মুহূর্তে মঙ্গলবার জেলার সর্বত্র পুলিশে ছয়লাপ। স্বতঃস্ফূর্তভাবে অনেকেই লকডাউনের শর্ত মেনে বাড়িতে নিজেদের গৃহবন্দী করে রেখেছেন। তবে এমন কিছু মানুষ রয়েছেন যারা এই লকডাউনের শর্তকে উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে পড়ছেন। আর এই সকল রাস্তায় বেরিয়ে পড়া মানুষদের বাড়ি ফেরাতে তৎপর পুলিশ।
বীরভূমের সিউড়ি বাস স্ট্যান্ড, মহম্মদ বাজার এলাকা, বোলপুর, দুবরাজপুর, রামপুরহাট সর্বত্র যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।আর এই সকল এলাকায় যারা বাড়ির বাইরে বেরিয়ে পড়েছেন তাদের বাড়িতে ফেরানোর জন্য পুলিশের পাশাপাশি মৃদু লাঠিচার্জও লক্ষ্য করা গিয়েছে। এছাড়াও রাস্তায় রাস্তায় চলছে পুলিশি টহল। তবে পুলিশের এমন পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন বেশিরভাগ মানুষ।