২৩ মার্চ, সোমবার থেকেই রাজ্যে আপাতত চারদিনের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর জুড়ে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস, ট্রেন, প্রতিটি দোকান এই দিনগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, শুধুমাত্র কিছু জরুরি পরিষেবা চালু থাকবে।মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য মাল গাড়ি চলবে বলে জানা গিয়েছে। এবিষয়ে একটি নির্দেশিকায়ও জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে-
লক ডাউনের সময় খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বাড়তে নিষেধ করা হয়েছে।এরপর যদি কেউ বেরোয় তাহলে তাদের বিরুদ্ধে পুলিশ কড়া ব্যবস্থা নিতে পারে। স্বাস্থ্য পরিষেবা,সিভিল ডিফেন্স, জরুরি পরিষেবা, টেলিকম, সশস্ত্র বাহিনী ও আধা সামরিক বাহিনী, আদালত ও সংশোধনাগারের পরিষেবা সহ ব্যাঙ্ক ও এটিএম পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যেমন চাল-ডাল, সবজি, মাছ-মাংস, ওষুধ ইত্যাদির দোকান খোলা থাকবে বলে জানানো হয়েছে। সাথে পাউরুটি ও দুধও মিলবে।