নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২৫ মার্চ, দুর্গাপুরের অন্যতম বড় যৌনপল্লী কাদারোড এলাকা। গতকাল বিকেল থেকে এই যৌনপল্লীতে বহিরাগতদের প্রবেশ সম্পুর্ন নিষিদ্ধ করা হয়। দুর্বার সমিতির সভাপতি তথা যৌনকর্মী রেহানা বিবি জানালেন, এই এলাকায় প্রায় ৭০০ জন যৌনকর্মী রয়েছে। এলাকায় সকলকে মাস্ক ও সাবান বিলি করা হয়েছে। সাথে প্রশাসনও সাহায্য করছে বলে জানান তিনি।
তবুও তারই মধ্যে এলাকারই কিছু ছেলে নির্দেশ মানছে না বলে অভিযোগ দুর্বার কর্মী নীলকমল মিশ্রর। চায়ের ঠেকে জমায়েত করছে তারা, এব্যাপারে প্রশাসনকে জানানো হয়েছে। গুজরাট ও রাজস্থান থেকে গতকাল ৪জন যৌনকর্মী এসেছিল, তাদেরকে মেডিক্যাল পরীক্ষা করানোর পরই এলাকায় ঢুকতে দেওয়া হয়েছে। যৌনপল্লী এলাকায় মাইকিং চলছে পুলিশের পক্ষ থেকে।