২৫ মার্চ, মঙ্গলবার সন্ধেবেলা নরেন্দ্র মোদী দেশজুড়ে ২১ দিন লকডাউনের ঘোষণা করেছেন।কিন্তু এখনও অনেকে রয়েছে যারা এই নির্দেশ অমান্য করে বাইরে বেরোচ্ছে। এই পরিস্থিতিতে নির্দেশিকা মানতে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। কে চন্দ্রশেখর রাও জানিয়েছেন, তাঁর রাজ্যে এই লকডাউন কেউ না মানলে তাকে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হবে। এই নির্দেশিকা খুব শীঘ্রই পুলিশকে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও তেলেঙ্গানার জনগণের কাছে আবেদন করেন, এই লকডাউনের সময় সবাই যাতে ঘরে থাকেন। প্রশাসনের সঙ্গে সহযোগিতার আর্জি জানান তিনি। সাথে তিনি এও বলেন এই নির্দেশ যারা অমান্য করছে তারা অন্যের ক্ষতি করতে চায়।আর তাই তাদের শাস্তি স্বরূপ গুলি করা হবে। এতবার আবেদন করার পরও যদি কেউ না মেনে বাইরে বেরোয় আর পুলিশ তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হয় তাহলে গুলি করার আদেশ দিলেন মুখ্যমন্ত্রী।এ প্রকার নির্দেশই হয়তো রাজ্যবাসীকে ঘরে থাকতে বাধ্য করবে, মনে করেন তিনি।