নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২৫ মার্চ, এবার মানুষকে সাবধাান করতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হল খোদ পুলিশকেই। সল্টলেকে গাড়ি থামাতেই তরুণীর হেনস্থার মুখে পড়তে হয় বিধাননগর উত্তর থানার পুলিশের এক আধিকারিককে। সূত্রের খবর, তরুণীকে বাইরে যেতে না করেছিলেন ওই আধিকারিক। এতেই পুলিশকে উদ্দেশ্য করে গালাগালি করতে শুরু করে ওই তরুণী।
জানা যায়, তাঁকে আটকানোর জন্য পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় ওই তরুণীর। মৌখিক বিবাদ এরপর ধাক্কাধাক্কির স্তরে পৌঁছে যায়। এর মধ্যে কিছু বুঝে ওঠার আগেই ছুটে এসে পুলিশ আধিকারিকের উর্দি চেটে, তাতে লিপস্টিকের দাগ লাগায় অভিযুক্ত ওই মহিলা।