Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Attempts to smuggle shawls Tree worth lakhs of rupees from the forest

বন থেকে লক্ষাধিক টাকার শাল গাছ কেটে পাচারের চেষ্টা

বন থেকে লক্ষাধিক টাকার শাল গাছ কেটে পাচারের চেষ্টা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
লক্ষাধিক

বন থেকে লক্ষাধিক টাকার শাল গাছ কেটে পাচারের চেষ্টা । বনদফতরের জায়গা থেকে শাল গাছ কেটে পাচারের উদ্দেশ্য লুকিয়ে রাখা হয়েছিল। সেই কাটা গাছ সংবাদ মাধ্যমের তৎপরতায় উদ্ধর করল বনদফতর। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ক্ষোভ বাড়ছে বনদফতরের বিরুদ্ধে।

 

এই ঘটনা শনিবার ঝাড়গ্রাম শহরের বারো নম্বর ওয়ার্ডের নৃপেনপল্লি এলাকায়। ওই এলাকায় একটি জুনিয়ার হাই স্কুলের পিছনে ঝোপে লুকানো ছিল একটি কাটা শাল গাছ। যার মূল্য লক্ষাধিক টাকা বলে বনদফতর জানিয়েছে। স্থানীয় সূত্রে খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনধিরা ঘটনাস্থলে যান। তারাই বনদফতরে খবর দেন।

 

আর ও পড়ুন  উদ্ধার হরিণের ছাল সহ প্যাঙ্গোলিনের আঁশ

 

 

এরপর ঝাড়গ্রাম বনদফতরের পক্ষ থেকে লোকজন পাঠিয়ে উদ্ধার করা হয় শাল গাছটি। এদিকে এই ঘটনায় স্থানীয় মানুষ জন ক্ষোভ উগরে দিয়েছে বনদফতরের বিরুদ্ধে। তাদের অভিযোগ জঙ্গল গুলির উপর নজরদারি না থাকার জন্য দুষ্কৃতীরা রাতের অন্ধকারে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে।

 

জঙ্গল ফাঁকা হওয়ার জন্য হাতি লোকালয়ের কাছা কাছি চলে আসছে। কুড়মি নেতা আশোক মাহাতো বলেন লোধা সম্প্রদায়ের মানুষ জন জঙ্গল থেকে শুকনো ডালপালা সংগ্রহ করলে বনদফতর কেস দিচ্ছে। অথচ জঙ্গল সাফ হচ্ছে হুঁশ নেই বনদফতরের।

 

উল্লেখ্য, বন থেকে লক্ষাধিক টাকার শাল গাছ কেটে পাচারের চেষ্টা । বনদফতরের জায়গা থেকে শাল গাছ কেটে পাচারের উদ্দেশ্য লুকিয়ে রাখা হয়েছিল। সেই কাটা গাছ সংবাদ মাধ্যমের তৎপরতায় উদ্ধর করল বনদফতর। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ক্ষোভ বাড়ছে বনদফতরের বিরুদ্ধে। এই ঘটনা শনিবার ঝাড়গ্রাম শহরের বারো নম্বর ওয়ার্ডের নৃপেনপল্লি এলাকায়।

 

ওই এলাকায় একটি জুনিয়ার হাই স্কুলের পিছনে ঝোপে লুকানো ছিল একটি কাটা শাল গাছ। যার মূল্য লক্ষাধিক টাকা বলে বনদফতর জানিয়েছে। স্থানীয় সূত্রে খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনধিরা ঘটনাস্থলে যান। তারাই বনদফতরে খবর দেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top