লক্ষাধিক টাকার অবৈধ বিদেশী মদ পুলিশের জালে। পাচারের আগে ইটের আড়ালে লক্ষাধিক টাকার অবৈধ বিদেশী মদ পুলিশের জালে।গ্রেফতার গাড়ির চালক। হোলির প্রাক মুহুর্তে বিহারে পাচারের আগে লক্ষাধিক টাকার মদ আটক করলো এন জে পি থানার পুলিশ।
অরুনাচল প্রদেশ থেকে বক্সিরহাট হয়ে ট্রাকে গোপন চেম্বার বানিয়ে মদ গুলি বিহারে পাচার করছিল বলে পুলিশ সুত্রে জানাযায়।গোপন সুত্রে খবরের ভিত্তিতে এন জে পি থানার পুলিশ জানতে পারি যে,অরুনাচল প্রদেশ থেকে JH09AX4708 নাম্বারের একটি ফুলপাঞ্জাব ট্রাক মদ নিয়ে বিহারের উদ্যশ্য যাচ্ছে।সেই মতো ফুলবাড়ি চেকপোষ্টে ঘাটি গাড়ে পুলিশের দল।
বৃহস্পতিবার সকালে মদ বোঝাই গাড়িটি ফুলবাড়ি পৌছালে গাড়িটি ও তার চালক শ্রীলতি শর্মাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।জানাগেছে গাড়ির চালক বিহারের ছাপরার বাসিন্দা।গাড়ি তল্লাশি চালিয়ে ইটের আড়ালে গোপন চেম্বারে মেলে ৭০০ কার্টুন মদ।যার আনুমানিক বাজার মুল্য ১১ লক্ষ টাকা।ধৃতকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার আদালতে পাঠানো হয়।
আর ও পড়ুন বেলুড়মঠের দোল উত্সব
উল্লেখ্য, লক্ষাধিক টাকার অবৈধ বিদেশী মদ পুলিশের জালে। পাচারের আগে ইটের আড়ালে লক্ষাধিক টাকার অবৈধ বিদেশী মদ পুলিশের জালে।গ্রেফতার গাড়ির চালক। হোলির প্রাক মুহুর্তে বিহারে পাচারের আগে লক্ষাধিক টাকার মদ আটক করলো এন জে পি থানার পুলিশ।
অরুনাচল প্রদেশ থেকে বক্সিরহাট হয়ে ট্রাকে গোপন চেম্বার বানিয়ে মদ গুলি বিহারে পাচার করছিল বলে পুলিশ সুত্রে জানাযায়।গোপন সুত্রে খবরের ভিত্তিতে এন জে পি থানার পুলিশ জানতে পারি যে,অরুনাচল প্রদেশ থেকে JH09AX4708 নাম্বারের একটি ফুলপাঞ্জাব ট্রাক মদ নিয়ে বিহারের উদ্যশ্য যাচ্ছে।সেই মতো ফুলবাড়ি চেকপোষ্টে ঘাটি গাড়ে পুলিশের দল।
বৃহস্পতিবার সকালে মদ বোঝাই গাড়িটি ফুলবাড়ি পৌছালে গাড়িটি ও তার চালক শ্রীলতি শর্মাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।জানাগেছে গাড়ির চালক বিহারের ছাপরার বাসিন্দা।গাড়ি তল্লাশি চালিয়ে ইটের আরালে গোপন চেম্বারে মেলে ৭০০ কার্টুন মদ।যার আনুমানিক বাজার মুল্য ১১ লক্ষ টাকা।ধৃতকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার আদালতে পাঠানো হয়।