লঞ্চ থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেলেন পর্যটকেরা । আর বাঘের দেখা মিলতেই লঞ্চ থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভুল করলেন না পর্যটকরা। সুন্দরবনের কুলতলির পর সুধন্যখালি এলাকায় দেখা মিলল রয়্যাল বেঙ্গলের। একদল পর্যটক লঞ্চে চড়ে সুধন্যখালি এলাকায় ঘুরছিলেন। তখনই দেখা মিললো বাঘের। প্রথমে ডাঙায় ঘুরে বেড়াচ্ছিল বাঘটি। পরে নদীতে নেমে সাঁতার কেটে ওপাড়ের জঙ্গেলে মিশে যায়।
গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করেন পর্যটকেরা। আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। এত কাছ থেকে বাঘের দেখা মেলায় আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকেরা। এরপর আনন্দে মেতে ওঠেন পর্যটকরা। কিছুদিন আগেই একটি বাঘ হাজির হয়েছিল পর্যটকদের হোটেলের কাছে। বাঘের ভয়ে বেশ কিছু হোটেলের পর্যটকরা সারারাত আটকে ছিলেন ঘরের মধ্যেই।
স্থানীয়রা জানান, শনিবার রাতে একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের পিরখালি জঙ্গল থেকে পাখিরালয়ের সোনারগাঁ এলাকার লোকালয়বেষ্টিত জঙ্গলে ঢুকে পড়ে। মৎস্যজীবীরা তা দেখতে পান। এলাকাবাসীকে সজাগ করেন তাঁরাই। মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন হোটেলগুলিতে। আর পাখিরালয় দ্বীপে বাঘ ঢোকার খবরে আতঙ্ক বাড়ে পর্যটকদের মধ্যে।
আর ও পড়ুন পড়ে বাড়ি ফেরার পথে ছাত্রীর গলায় ব্লেড, গ্রেফতার যুবক
উল্লেখ্য, রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল সুন্দরবনে। আর বাঘের দেখা মিলতেই লঞ্চ থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ভুল করলেন না পর্যটকরা। সুন্দরবনের কুলতলির পর সুধন্যখালি এলাকায় দেখা মিলল রয়্যাল বেঙ্গলের। একদল পর্যটক লঞ্চে চড়ে সুধন্যখালি এলাকায় ঘুরছিলেন। তখনই দেখা মিললো বাঘের। প্রথমে ডাঙায় ঘুরে বেড়াচ্ছিল বাঘটি।
পরে নদীতে নেমে সাঁতার কেটে ওপাড়ের জঙ্গেলে মিশে যায়। গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করেন পর্যটকেরা। আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। এত কাছ থেকে বাঘের দেখা মেলায় আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকেরা। এরপর আনন্দে মেতে ওঠেন পর্যটকরা। কিছুদিন আগেই একটি বাঘ হাজির হয়েছিল পর্যটকদের হোটেলের কাছে। বাঘের ভয়ে বেশ কিছু হোটেলের পর্যটকরা সারারাত আটকে ছিলেন ঘরের মধ্যেই।