নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া, ৩ জানুয়ারি, উচ্ছিষ্ট খাবার নয, বন্ধুদের নিয়ে ভাত মাংস রান্না করে পথের সারমেয় দের ভুরিভোজ করালেন বাঁকুড়া শহর লাগোয়া কেশিয়াকোলের লটারি টিকিট বিক্রেতা দেবু গড়াই।
বাঁকুড়া শহরের রাস্তায় ঘুরে ঘুরে লটারি বিক্রি করে পেট চালান দেবু। বেশ কয়েকদিন আগেই তার বিক্রি করা টিকিট থেকেই ৫০লক্ষ টাকা পুরস্কার জিতেছে একজন। লটারি বিক্রেতা হিসেবে কমিশন বাবদ এক লক্ষ টাকা পায় লটারি বিক্রেতা দেবু গরাই। আর কমিশন বাবদ ১ লক্ষ টাকা পেয়ে খুশি কেশিয়াকোল-এর বাসিন্দা দেবু। আর এমন খুশির দিনে জমিয়ে খানাপিনা হবে না তা কি করে হয়। তাই আয়োজন করল মহাভোজের। বন্ধুদের নিয়ে কমিশনের টাকায় থেকেই আয়োজন হল মহাভোজের। আর এই ভোজে আমন্ত্রিত করা হল পথের সারমেয়কে। বন্ধুদের নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে সারমেয় দলকে পেটপুরে ভোজন করলো বাঁকুড়ার লটারি বিক্রেতা দেবু গড়াই।
মেনুতে ছিল ভাত ও মাংস। ভাত এবং মাংস নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে পথের সারমেয় দলকে ডেকে ডেকে পাত পেড়ে ভোজন করালো দেবু ও তার সঙ্গীরা। লটারি বিক্রেতা দেবু জানিয়েছে, পথের কুকুর তার খুবই পছন্দের সুযোগ পেলেই পথ পথের কুকুরকে খাবার কিনে খাওয়ায়। ইচ্ছে ছিল লটারি বিক্রি করে কমিশনের মোটা অঙ্ক পেলে রাস্তার কুকুরদের পেট পুরে খাওয়ানো। আর সেই কমিশনের টাকা পেয়েই নিজের সাধ পূরণ করলেন বাঁকুড়ার কেশিয়াকোলের যুবক দেবু।