এক কোটি টাকার লটারি জিতলেন এক রঙমিস্ত্রি। ভাগ্য পরীক্ষা! এই ভাগ্য পরীক্ষা করতে গিয়ে কোটিপতি হলেন এক দিনমজুর । ভাগ্য পরীক্ষা অর্থাৎ লটারি কেটে এক কোটি টাকা প্রথম পুরষ্কার পেলেন ঈশ্বর সরকার। সে পেশায় রঙ মিস্ত্রি । এই পুরস্কার পেয়ে খুশি ঈশ্বরবাবু এবং তার পরিবার। শুধু তাই নয়, খুশির হাওয়া গোটা এলাকাজুড়ে।
জানা গিয়েছে, ঈশ্বর বাবু শিলিগুড়ির সমরনগর এলাকার বাসিন্দা ৷ স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তাঁর সংসার। চরম অভাব অনটনের মধ্যে দিয়ে জীবন যাপন করতে হচ্ছিল সরকার পরিবারকে। তবে এই হঠাৎ প্রাপ্তি যেন দিনের আলো দেখাবে সরকার পরিবারকে আশাবাদী ঈশ্বর বাবু। দুই সন্তানের পড়াশোনা নিজের স্বপ্ন পূরণ করতে পারবে প্রাপ্ত টাকা দিয়ে।
আরও পড়ুন – 44 তম দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে চলেছে চেন্নাইয়ে
কোনমতে দিন মজুরির কাজ করে চলছিল সংসার। তবে করোনার থাবায় সংসার চালানোর দায় হয়ে গিয়েছিল ঈশ্বর বাবুর পক্ষে। নুন আনতে পান্তা ফুরায় যোগাড় হয়ে দাঁড়িয়েছিল ঈশ্বর বাবুর। কিভাবে দুই সন্তানের ভবিষ্যৎ গড়বেন এবং কিভাবে বা দুবেলা-দুমুঠো খেয়ে সংসার চালাবেন, তা নিয়ে চিন্তায় কপালে ভাঁজ পড়ে গিয়েছিল তার। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে কোনমতে চলছিল সংসার। কিন্তু এই এক কোটি টাকা পুরস্কার পেয়ে স্বপ্ন পূরণের লক্ষ্যে একধাপ এগিয়ে গেলেন বলে দাবি তার।
ঈশ্বর বাবু জানান, ১২০ টাকা দিয়ে রবিবার মর্নিং এর টিকিট কাটেন৷ টিকিট কেটে কাজে বেড়িয়ে যান তিনি৷ সন্ধ্যা বেলায় ঈশ্বর বাবুর বন্ধুরা ফোন করে জানান
তাঁর কাটা টিকিটে তিনি এককোটি টাকা বা প্রথম পুরস্কার পেয়েছেন৷ এই পুরস্কার পেয়ে তিনি ভীষন খুশি হয়েছেন বলে জানিয়েছেন৷ এছাড়াও তিনি জানান, দুই সন্তানের জন্য কিছু করে যেতে পারবো এই টাকার বিনিময়ে। লটারি জিতলেন