বিদেশ – শনিবার রাতে ব্রিটেনের কেমব্রিজশায়ারে ভয়াবহ ছুরি হামলার ঘটনায় চাঞ্চল্য। লন্ডনগামী একটি ট্রেনের মধ্যে যাত্রীদের লক্ষ্য করে এলোপাথাড়ি ছুরির কোপ চালায় দুই আততায়ী। ঘটনায় অন্তত ১০ জন গুরুতরভাবে আহত হয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি। পুলিশের তৎপরতায় দুই সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি কেমব্রিজ থেকে লন্ডনের দিকে যাচ্ছিল। হঠাৎই দুই যুবক ছুরি নিয়ে যাত্রীদের উপর হামলা চালায়। মুহূর্তে আতঙ্কে ট্রেনজুড়ে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত হান্টিংডন স্টেশনে ট্রেনটি থামিয়ে দেয় এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, অন্তত ন’জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
তবে এই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও স্পষ্ট তথ্য মেলেনি। তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ। ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে, চলছে ফরেনসিক পরীক্ষা ও প্রত্যক্ষদর্শীদের জেরা।
ঘটনার কড়া নিন্দা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “হান্টিংডনের কাছে ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আহতদের পরিবারের পাশে রয়েছি। দ্রুত পদক্ষেপ করার জন্য জরুরি পরিষেবার কর্মীদের ধন্যবাদ জানাই।”




















