প্রধানমন্ত্রী – ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) চূড়ান্ত করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে লন্ডনে রয়েছেন। সফরের শুরুতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। যদিও সফরের মুখ্য উদ্দেশ্য অর্থনৈতিক, তবু কূটনৈতিক মহলে জল্পনা তুঙ্গে—যুক্তরাজ্যে ক্রমবর্ধমান খালিস্তানি তৎপরতা নিয়ে আদৌ কি আলোচনায় উঠবে? বিশেষত সম্প্রতি লন্ডনে ভারতীয় হাইকমিশনে হামলা ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা নতুন করে নিরাপত্তা ইস্যু তৈরি করেছে।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনাগুলোর তদন্তে ব্রিটেন আশানুরূপ সহযোগিতা করছে না। অভিযুক্ত তিন খালিস্তানি—ইন্দরপাল সিং গাবা, গুরুচরণ সিং ও পরমজিৎ সিং পাম্মা—লন্ডনে সক্রিয় রয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে পাম্মা NIA-র মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত এবং খালিস্তান টাইগার ফোর্সের সদস্য। পাকিস্তান হাইকমিশনের সঙ্গে এই চক্রের যোগসূত্র নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এখন দেখার, মোদীর এই সফরে কেবল বাণিজ্য নয়, নিরাপত্তা ইস্যুতেও কতটা অগ্রগতি হয়।
