হাওড়া – লরির ধাক্কায় বাইক থেকে ছিটকে যায় এক মহিলা। কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ওই মহিলার মৃত্যু হল। লরির ধাক্কায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। ছেলের বাইকে চেপে যাচ্ছিলেন মা। বেপরোয়া লরির ধাক্কায় বাইক থেকে ছিটকে যান ওই মহিলা। ঘটনাস্থলে মৃত্যু হয় তার।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার বেতাইতলায় বাড়ি ওই মহিলার। নাম মনোয়ারা বেগম। দুর্ঘটনায় আহত হয়েছেন ওই মহিলার ছেলে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কোনা এক্সপ্রেসওয়েতে বেপরোয়া ভাবে গাড়ি চলাচল করে। তার বলি হতে হয় সাধারণ মানুষকে। রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্ঘটনা এড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আইন আরও কঠোর করা হয়েছে। তারপরও এ ধরনের দুর্ঘটনা মাঝেমধ্যে ঘটছে।
