নিজস্ব সংবাদদাতা ১৫ জানুয়ারি ২০২১ পশ্চিম বর্ধমান,জামুড়িয়া: বাইকের সঙ্গে লরির ধাক্কায় মৃত্যু হয় দুজনের বাইক আরোহীর।
ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কের জামুড়িয়ার কুনুস্তোড়িয়া ব্রিজের সামনে। মৃত যুবকদের পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রের খবর বাইক আরোহী দুজন রানীগঞ্জ পাঞ্জাবীমোড় থেকে হরিপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে হরিপুর থেকে রানীগঞ্জ গ্রামে লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা হয়। ঘটনাস্থলে দুইজন বাইক আরোহী মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর। ঘাতক লরি পলাতক। এই ঘটনার জেরে ৬০ নম্বর জাতীয় সড়ক উপর যানজট তৈরি হয়।
আরও পড়ুন….৬ তারিখে ঘোষণা! শতাব্দী রায়ের হঠাৎ ফেসবুক পোস্ট ঘিরে চরম জল্পনা