খেলা – লর্ডস টেস্টের তৃতীয় ও চতুর্থ দিনে ভারতীয় ক্রিকেটারদের আগ্রাসী মানসিকতার সামনে কোণঠাসা হয়ে পড়েছে ইংল্যান্ড। বিশেষ করে অধিনায়ক শুভমান গিল এবং পেসার মহম্মদ সিরাজের তীব্র আগ্রাসনের জেরে রীতিমতো চাপে পড়েছে ইংরেজ ব্যাটসম্যানরা।
তৃতীয় দিনের শেষদিকে মাঠে উত্তেজনার পারদ চড়ে যায়, যখন শুভমান গিল দুই ইংরেজ ওপেনারকে গালিগালাজ করে তেড়ে যান। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। চতুর্থ দিনে সেই আগ্রাসন আরও তীব্র হয়। বোলিং দায়িত্বে থাকা জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, নীতীশ কুমার রেড্ডি এবং আকাশ দীপ ধারাবাহিকভাবে আক্রমণাত্মক বোলিং চালিয়ে যান এবং একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।
মহম্মদ সিরাজ তাঁর আগুনে স্পেলে দ্রুত ফিরিয়ে দেন বেন ডাকেট ও অলি পোপকে। উইকেট পাওয়ার পর তাঁর উদযাপন ছিল নজরকাড়া। নীতীশ কুমার রেড্ডি জ্যাক ক্রলিকে ফাঁদে ফেলে আউট করেন এবং ক্যাচটি লুফে নেন যশস্বী জয়সওয়াল। এরপর আকাশ দীপ গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন হ্যারি ব্রুকের।
লাঞ্চের আগে পর্যন্ত ইংল্যান্ডের ৪ উইকেট পড়ে গিয়েছে। ক্রিজে রয়েছেন জো রুট ও বেন স্টোকস। ভারতীয় শিবিরে এখন লক্ষ্য একটাই—এই আগ্রাসনের ধারা বজায় রেখে ইংল্যান্ডকে দ্রুত অলআউট করে লর্ডসে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেওয়া।
