লর্ডসে বুমরা ঝড়, কিন্তু ব্যাটিং বিপর্যয়ে ফের চাপে ভারত

লর্ডসে বুমরা ঝড়, কিন্তু ব্যাটিং বিপর্যয়ে ফের চাপে ভারত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – লর্ডসের সবুজ গালিচা যেন আজ শুধু একজনকেই মনে রাখবে—জসপ্রিত বুমরা। তাঁর অসাধারণ ফাস্ট বোলিংয়ে কেঁপে উঠল ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার। জো রুট, ব্রুক, স্টোকস থেকে আর্চার—সবাইকে ফিরিয়ে দিয়ে ফের ফাইফার তুলে নিলেন বুমরা। এর মাধ্যমে টেস্ট ক্রিকেটে নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করলেন তিনি।

তবে ভারতের ব্যাটিং, যেন বুমরার সেই রাজত্বকে ম্লান করে দিল। ৩ উইকেট হারিয়ে ১৪৫ রানে দিনের খেলা শেষ করল টিম ইন্ডিয়া। গিল, যশস্বী ও নায়ার দ্রুত বিদায় নেন আর্চার, স্টোকস ও উওক্সের বলে। এখন ভারতের সামনে বিশাল ২৪২ রানের ঘাটতি।

ক্রিজে রাহুলের ৫৩ রানের ধৈর্য আর পন্থের লড়াকু ১৯ রানের উপর ভর করেই দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ভারত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top