লর্ডসে ২২ রানে পরাজয় টিম ইন্ডিয়ার, ক্ষুব্ধ গাভাস্কার; জাদেজাকে নিয়ে আশার সুর

লর্ডসে ২২ রানে পরাজয় টিম ইন্ডিয়ার, ক্ষুব্ধ গাভাস্কার; জাদেজাকে নিয়ে আশার সুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – লর্ডস টেস্টের রোমাঞ্চকর শেষ দিনে মাত্র ২২ রানে হেরে গেল টিম ইন্ডিয়া। শেষ সেশনের আগে ভারতের জয় প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল, কারণ প্রথম সেশনেই চার উইকেট হারায় তারা। সেই সময় ব্যাট হাতে ছিলেন কেবল রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।

জাদেজা ও বুমরাহ মিলে কোনওমতে দ্বিতীয় সেশন পার করতে চেষ্টা করেন, তবে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে আউট হয়ে যান বুমরাহ। সিরাজ কিছুক্ষণ প্রতিরোধ গড়ে তুললেও, শেষ পর্যন্ত শোয়েব বশিরের স্পিনে বোল্ড হন। ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দল ১৭০ রানেই অলআউট হয়ে যায়।

এই হারের পরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার। তিনি সনি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “৬০-৭০ রানের একটি জুটি গেম বদলে দিতে পারত। জাদেজা সুযোগ পেলে ঝুঁকি নিতে পারতেন। যদিও বড় শট না খেললেও তিনি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”

গাভাস্কারের মতে, ভারতের হাতে দিনের শুরুতে ছয়টি উইকেট ছিল, এবং ঋষভ পন্ত, ওয়াশিংটন সুন্দর, নীতিশ রেড্ডির মতো ব্যাটাররা থাকলেও কোনও বড় জুটি গড়ে ওঠেনি। ফলে দলের ওপর ক্রমেই চাপ বেড়েছে।

ম্যাচের সারাংশ অনুযায়ী, ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৮৭ রান করে। জবাবে ভারতও সমপরিমাণ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ১৯২ রানে অলআউট করে টিম ইন্ডিয়া, কিন্তু রান তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া হয়। যশস্বী জয়সওয়াল ও বুমরাহ বাজে শট খেলে ফিরলে শুভমান গিল ও করুণ নায়ারকেও নার্ভাস দেখা যায়।

শেষদিকে রবীন্দ্র জাদেজা লড়াই করলেও অপর প্রান্তে সমর্থনের অভাবে টিম ইন্ডিয়াকে হার সইতেই হয়। আগামী ম্যাচে ভারতীয় ব্যাটিং লাইনআপের কাছে স্থিরতা ও সাহসিকতা, দুটোই বড় প্রশ্ন হয়ে উঠছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top