খেলা – লর্ডসে চলছে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচ, যেখানে সিরিজের ফলাফল বর্তমানে ১-১ ড্র থাকায় এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুই দলের জন্য। সেই লক্ষ্যেই কোমর বেঁধে মাঠে নেমেছে উভয় পক্ষ। এই মুহূর্তে বোলিং করছে ভারত। তবে ভারতের জন্য এক দুঃসংবাদ এসেছে ম্যাচের মধ্যেই। দলের নির্ভরযোগ্য উইকেটরক্ষক ঋষভ পন্থ চোট পেয়ে হঠাৎ মাঠ ছাড়তে বাধ্য হন। বুমরার একটি ডেলিভারি সোজা গিয়ে লাগে ঋষভের হাতে, তার আঙুলে। এর আগেও ঐ একই জায়গায় হালকা চোট ছিল পন্থের। সেই পুরোনো চোটই আবার গুরুতরভাবে ফিরে আসে, ফলে চিকিৎসকদের সিদ্ধান্তে তাকে তুলে নেওয়া হয় মাঠ থেকে। পন্থ মাঠ ছাড়তেই উইকেটরক্ষকের গুরুদায়িত্ব এসে পড়ে তরুণ ক্রিকেটার ধ্রুব জুড়েলের ওপর। পরিস্থিতির গুরুত্ব মাথায় রেখে ধ্রুব দারুণ মনোযোগের সঙ্গে দায়িত্ব সামলাচ্ছেন। এই চোট কতটা গুরুতর, এবং পন্থ আবার কবে ফিরতে পারবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে টেস্ট ম্যাচের মতো দীর্ঘ ফরম্যাটে একজন উইকেটরক্ষকের আচমকা ছিটকে যাওয়া দলের জন্য বড় ধাক্কা।




















