বাজারে বাংলাদেশের ইলিশ কিনতে লাইন লাগাচ্ছেন ক্রেতারা

বাজারে বাংলাদেশের ইলিশ কিনতে লাইন লাগাচ্ছেন ক্রেতারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
লাইন

বাজারে বাংলাদেশের ইলিশ কিনতে লাইন লাগাচ্ছেন ক্রেতারা। বাংলাদেশ থেকে আসা ইলিশের বেচাকেনা শুরু হলো পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন  হাওড়ার পাইকারি মাছ বাজারে। কলকাতা, হাওড়া সহ রাজ্যের বড় বাজারগুলোতে আজ থেকেই মিলছে বাংলাদেশের ইলিশ।   বুধবার রাতে বাংলাদেশ থেকে বেনাপোল ও পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে ইলিশ প্রবেশ করে পশ্চিমবঙ্গে।  বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে  বুধবার বনগাঁ পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে করে পশ্চিমবঙ্গে  আসে বেশ কয়েক টন ইলিশ।

 

বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়ার পাইকারি মাছ বাজারে শুরু হয় পদ্মার ইলিশের বেচাকেনা। এদিন সকাল থেকেই বাংলাদেশের ইলিশ কিনতে ক্রেতাদের লম্বা লাইন পড়ে যায়।  ২০১২ সালে বাংলাদেশের  শেখ হাসিনার সরকার ইলিশ রপ্তানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপর ওপার বাংলা থেকে এপার বাংলায় ইলিশ রপ্তানি কার্যত বন্ধ ছিল।

 

কিন্তু বাংলাদেশ সরকার এরপর একাধিকবার উপহারস্বরূপ ভারত সরকারকে ইলিশ পাঠিয়েছে।  চলতি  বছরেও পুজোর আগেই বাংলাদেশের ইলিশ ভারতে  পাঠাতে বাংলাদেশ সরকার রাজি হয়। সোমবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক কলকাতায় ২০৮০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি দেয়। এ ব্যাপারে ৫২ জন মাছ এক্সপোর্টারকে ৪০ মেট্রিক টন করে ইলিশ মাছ ভারতে  পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সেই অনুযায়ী বুধবার রাতেই এই বছরের প্রথম বাংলাদেশের ইলিশের গাড়ি হাওড়ার পাইকারি মাছ বাজারে ঢোকে। আগামী ১০ অক্টোবরের মধ্যে ২০৮০ মেট্রিক টন বাংলাদেশের পদ্মার ইলিশ এখানে ঢুকবে। বেশিরভাগ মাছের সাইজ এক কিলো বা তার বেশি। নিলামেই মাছের দাম ঠিক হবে বলে জানা গেছে। ইলিশের দাম ভারতীয় মুদ্রায়  বারোশো থেকে তেরোশো রুপি কেজি প্রতি  উঠতে পারে বলে  মনে করছেন মাছ ব্যাবসায়ীরা।

 

আর ও পড়ুন      স্বামী যৌনতায় অক্ষম হওয়ায় নিজেই পুত্রবধূকে গর্ভবতী বানাতে চায় শ্বশুর

 

অবশেষে বাংলাদেশের ইলিশ ঢোকায় এবার পশ্চিমবঙ্গের বাজারগুলোতে  বড় ইলিশের ঘাটতি মিটবে বলে মনে করা হচ্ছে। বাঙালির পাতেও দেখা যাবে পদ্মার সুস্বাদু ইলিশ। এদিন হাওড়া পাইকারি মাছ বাজারে ফিস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ও হাওড়া হোলসেল ফিস মার্কেটের সেক্রেটারি সইদ আনোয়ার মাকসুদ জানান,  “আমরা খুবই আনন্দিত। পুজোয় বাঙালির পাতে বাংলাদেশের পদ্মার ইলিশ তুলে দিতে পারছি। বাঙালি মাত্রই বাংলাদেশের ইলিশ খুবই পছন্দ করেন। সেই আশা পূরণ করতে পারা আমাদেরও সৌভাগ্য।

 

প্রতিদিনই এখন বাংলাদেশ থেকে ইলিশ ঢুকবে। আগামী ১০ অক্টোবরের মধ্যে ২০৮০ মেট্রিক টন ইলিশ এখানে এসে পৌঁছাবে। এদিন বেলা যতো গড়িয়েছে হাওড়া বাজার ছাড়িয়ে বাংলাদেশের ইলিশ পৌছেযেতে শুরু করেছে কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে। আর প্রতীতি বাজারেই বাংলাদেশের ইলিশের জন্য ক্রেতাদের অধীর আগ্রহের ছবি ধরা পড়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top