বিকানির রেল দুর্ঘটনা কাণ্ডের ইঞ্জিন ফের লাইনচ্যুত, ঘুরপথে চলছে ট্রেন

বিকানির রেল দুর্ঘটনা কাণ্ডের ইঞ্জিন ফের লাইনচ্যুত, ঘুরপথে চলছে ট্রেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
লাইনচ্যুত

বিকানির রেল দুর্ঘটনা কাণ্ডের ইঞ্জিন ফের লাইনচ্যুত, ঘুরপথে চলছে ট্রেন । বিকানির রেল দুর্ঘটনা কাণ্ডের ইঞ্জিনের ফের লাইনচ্যুতি। ঘটনার জেরে ঘুরপথে চালনা করা হলো মহানন্দা ও কাঞ্চনকন্যা এক্সপ্রেস। রেলের চূড়ান্ত গাফিলতিতেই কি, ত্রুটিপূর্ন ইঞ্জিন নিয়ে সেদিন চলেছিল বিকানির?যার জেরেই ভয়ঙ্কর দুর্ঘটনা?

 

সেদিনের ঘটনার পর ফের দুর্ঘটনাগ্রস্থ ইঞ্জিনটির লাইনচ্যুতি ঘটায় কাঠগড়ায় রেল। শনিবার বিকেল নাগাদ ময়নাগুড়ি থেকে দুর্ঘটনাগ্রস্থ ২২৩৭৫ ইঞ্জিনটিকে সারাইয়ের জন্য নিয়ে আসা হচ্ছিল এনজেপিতে। ময়নাগুড়ি থেকে ওই ইঞ্জিন নিয়ে যান্ত্রিক ভ্যান শিলিগুড়ি জংশনে কাছে আসতেই বিকেল ৬.৩০টা নাগাদ ফের লাইনচ্যুতির ঘটনা ঘটে। রেলের সাইরেন শুনেই ছুটে আসে টেকনিক্যাল বিভাগের কর্মীরা।

 

রেল সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি জংশনের ডিজেল শেডের লাইন ধরে যাওয়ার আগেই নর্থ কেবিনের কাছে ইঞ্জিনের একটি চাকা লাইন চ্যূত হয়ে নেমে যায়। যার জেরে ক্ষণিকের জন্য বেসামাল হয়ে পড়ে। পরবর্তীতে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ায় পর ইঞ্জিনটি লাইনে ফেরানো হয়। আর এ ঘটনার জেরে দিল্লিগামী মহানন্দা এক্সপ্রেস ও শিয়ালদহ গামী কাঞ্চন কন্যা এক্সপ্রেসকে জংশনের পরিবর্তে এনজেপি দিয়ে চালনা করা হয়। এই ট্রেন দুটির শিলিগুড়ি জংশন হয়ে বাগডোগড়া রেল স্টেশন হয়ে যাওয়ার কথা।

 

আর ও পড়ুন    বিয়ে হয়ে গেলো বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমনির 

 

তবে ঘটনার কারনে রুট বদল করে হয়।উত্তর পূর্ব রেলের কার্টিহার ডিভিশনের ডিআরএম এস কে চৌধুরী জানান দূর্ঘটনায় রেলের ইঞ্জিনটি ক্ষতিগ্রস্থ হয়েছে সে বিষয়টি জেনেই ৫-১০কিমি বেগে ময়নাগুড়ি থেকে এনজেপির উদ্দেশ্যে অত্যন্ত ধীরগতিতে নিয়ে আসা হচ্ছিল। তবে মাঝপথে জংশনের ডিজেল শেডের কাছে লাইনচ্যূত হয়ে পড়ে। তিনি বলেন রেল দূঘটনার পর রেলের তরফে কোচগুলিকে বাতিল করা হলেও এক একটি ইঞ্জিনের মূল্য প্রায় ৪কোটি টাকা তাই তা বাতিল করা সম্ভব নয়।

 

এনজেপিতে ইঞ্জিনের ত্রুটি যাচাই করে মেরামত করা হবে। দুর্ঘটনার পর ফের লাইনচ্যুতির ঘটনা থেকে পরিস্কার এই ইঞ্জিনেই কোথাও বড় যান্ত্রিক ত্রুটি রয়েছে। ঘটনার পর রেল মন্ত্রী নিজে পর্যবেক্ষনে আসেন সেসময়তেও রেলের যান্ত্রিক ত্রুটির বিষয়টি সামনে আসে। ট্র্যাকশন মোটরে ত্রুটির বিষয়টি জানা যায়। তবে এতদিন পেড়িয়ে গেলেও রেলের তরফে এতবড় দূর্ঘটনার সঠিক কারন জানিয়ে এখনও পর্যন্ত কোনো রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি। এদিন ডিআরএম জানান আমরা জানি ইঞ্জিনের ত্রুটি রয়েছে, ইঞ্জিনের কোন কোন অংশে যান্ত্রিক ত্রুটি রয়েছে তা চিহ্নিত হয়েছে। ঠিক কোন অংশে রয়েছে গোলযোগ?

 

দূর্ঘটনার আগে ও পরে কি পরিস্থিতি রয়েছে ইঞ্জিনের যান্ত্রিক অবস্থান সেসব বিষয়গুলি পরিষ্কার করতে চাননি তিনি। তবে কি এনজেপিতে এনে যান্ত্রিক বিশেষজ্ঞদের দিয়ে ইঞ্জিনটির ত্রুটি খতিয়ে দেখে রিপোর্ট পেশ করা হবে সে বিষয়ে ডিআরএমের মন্তব্য হতে পারে। এদিকে তিনি লাইনচ্যুতির স্থান হিসেবে জংশন ডিজেল শেডের কথা বললেও মহানন্দা ও কাঞ্চনকন্যা এক্সপ্রেস ঘুর পথে চালনার করা হয়েছে বলে জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top