লাইফ জ্যাকেট ছাড়াই পাঁচ দিন ধরে উত্তাল সমুদ্রে ভেসে থাকলেন মৎসজীবী

লাইফ জ্যাকেট ছাড়াই পাঁচ দিন ধরে উত্তাল সমুদ্রে ভেসে থাকলেন মৎসজীবী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,১১ ই জুলাই :অনেকটা রূপকথার গল্পের মতো শোনালেও ঘটনাটা সত্যি । কোন লাইফ জ্যাকেট বা কোন অবলম্বন ছাড়াই শুধুমাত্র মনের জোরে প্রায় পাঁচ দিন ধরে উত্তাল সমুদ্রে ভেসে থাকলেন নামখানার একজন ধীবর –  নাম রবীন্দ্রনাথ ওরফে কানু দাস ।১০ জন মৎস্যজীবীর সাথে ট্রলারে করে গভীর সাগরে মাছ ধরতে যান কানু দাস । গত শনিবার বাংলাদেশ জল সীমান্তের  কাছাকাছি বিশাল আকারের ঢেউয়ের সম্মুখীন হয় তাদের ট্রলার । এক সময়  উত্তাল ঢেউয়ের কাছে পরাজিত হয়ে তাতে ট্রলার উল্টে যায় ।

এরপর বাকিটা কল্পনার গল্প গাথাকেও হার মানিয়ে দেবে । তাদের ট্রলার  ডুবে যাওয়ার পর  কোনরকম লাইফ জ্যাকেট ছাড়াই জলে ভেসে থাকে কানু দাস ।  সমুদ্রের স্রোত সাড়ে চার দিন ধরে তাকে টেনে নিয়ে গেল শুধু চট্টগ্রামের উপকূলে।  সেখানে একটি পণ্যবাহী জাহাজের নাবিকরা তাকে জলে ভাসমান অবস্থায় দেখতে পায় এবং উদ্ধার করে ।

 

সরকারি ভাবে তাদের ট্রলার দুর্ঘটনার কথা দক্ষিণ ২৪ পরগনার প্রশাসন ঘোষনা করেছিল । সেখানে নিখোঁজের তালিকায় রবীন্দ্রনাথ ওরফে ওরফে কানু দাস এর নাম ছিল । কানুকে  যে জাহাজটি উদ্ধার করে সেটি চট্টগ্রামের এস আর  শিপিং এর জাহাজ  । সেই জাহাজের ক্যাপ্টেন এস এম নাসির উদ্দিন জানিয়েছেন,  বুধবার বাংলাদেশ সময় সকাল 11 টা নাগাদ উত্তাল সাগরে একজনকে ভাসতে দেখেন তিনি । সে  যে বেঁচে রয়েছে,  তা বোঝা যাচ্ছিল ।  জাহাজ থেকে বয়া ও  লাইফ জ্যাকেট ছুড়ে দেওয়া হয় । কানু  জ্যাকেটটি ধরতে পারলেও বয়া টি  ভেসে যায় ।তারপর খারাপ আবহাওয়ার মধ্যে জাহাজের নাবিকরা কানুকে  উদ্ধার করার চেষ্টা করে ।

বেলা একটার সময় কানু কে উদ্ধার করে ডেকে তোলা হয় । উদ্ধারের সময় সে  প্রায় অচেতন ছিলেন । প্রাথমিক চিকিৎসার পর ধীরে ধীরে তার জ্ঞান ফেরে । বুধবার রাত পর্যন্ত জানা গেছে,  ভারতীয় মৎসজীবীকে জাহাজ-ে রেখে সুস্থ করে তলার চেষ্টা   করা হচ্ছে । তবে কিভাবে সাড়ে চার দিন তিনি উত্তাল সাগরে ভেসে ছিলেন,  তা নিজেও বুঝতে পারছেন না । দক্ষিণ ২৪ পরগনা প্রশাসনের তরফ থেকে তার বাড়িতে খবর দেওয়া হয়েছে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top