নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৬ ডিসেম্বর, লাগাতার আন্দোলনের ফলে জেলার দু’টি রুটে বেসরকারি বাস চলাচল বন্ধ করলো বাস মালিক ও শ্রমিক সংগঠন।গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে এনআরসির বিরোধিতা করে, তারই জেরে জেলার দু’টি রুটে বেসরকারি বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় মালিক ও শ্রমিক সংগঠন।মালদা জেলার চাঁচল-হরিশ্চন্দ্রপুর রুট এবং মুর্শিদাবাদ রুটে বেসরকারি বাস চলাচল বন্ধ করা হয় বলে জানা গিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হয় ততক্ষণ তারা বাস চালানো বন্ধ রাখবে দু’টি রুটে।বিভিন্ন এলাকায় লাগাতার আন্দোলনের ফলে আতঙ্কিত বাস এবং শ্রমিক সংগঠনের সদস্যরা। সেই কারণে দু’টি রুটে বেসরকারি বাস চলাচল বন্ধ রাখেন তারা।
তাদের আতঙ্ক যদি বাস চলাচলের সময় আন্দোলনকারীরা বাস থামিয়ে ভাঙচুর বা আগুন ধরিয়ে দেয় তাতে ক্ষতি হতে পারে যাত্রীদেরও। সেই আতঙ্কে তারা দু’টি রুটে বাস চলাচল বন্ধ রাখেন।গত কয়েক দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি ট্রেন এবং বাস পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা।তা থেকেই আতঙ্ক শুরু হয় জেলাতেও।সেই কারণে সংগঠনের পক্ষ থেকে দু’টি রুটে বেসরকারি বাস চলাচল বন্ধ রাখে তারা।