জমিতে লাঙল চালাতে গিয়ে মিলেছে সোনার বাট, ফাঁস হলো প্রতারণা চক্র । জমিতে লাঙল করতে গিয়ে মিলেছে এমন সোনার বাট। ৫০লক্ষের সোনার বাট মিলবে সস্তায় ২০লক্ষ টাকায়। এভাবেই চলছে লক্ষ লক্ষ টাকার প্রতারণা চক্র। তবে শিলিগুড়িতে কার্যসিদ্ধি হওয়ার আগেই গ্রেপ্তার চক্রের দুই যুবক।
ধৃতদের নাম জামির আলী ও আরফান। জামীর আসামের ও আরফান পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। জানা গিয়েছে সোনার আস্ত বাট সস্তায় পাইয়ে দেওয়ার নামে চলছে প্রতারণার চক্র। রবিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় শিলিগুড়ি এনজেপি থানার পুলিশ।
সন্দেহভাজন তিন যুবককের পিছু নেয় পুলিশ। তবে পুলিশকে দেখেই পালিয়ে যায় এক যুবক। জামির ও আরফানকে হাতেনাতে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে মেলে সোনার বাটের অবিকল নকল সোনার দেড় কেজি ওজনের বাট। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় তারা আসাম থেকে মাঠে চাষ করতে গিয়ে ওই বাট পেয়েছে।
আর ও পড়ুন বিপর্যয় কাটিয়ে ফের শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যাত্রা শুরু করলো টয় ট্রেন
সেখানে ভালো দাম না মেলায় শিলিগুড়িতে ক্রেতার টার্গেট করে আসে তারা। এক ব্যবসায়ীর সঙ্গে কথাও হয়ে গিয়েছিল। ২০লক্ষ টাকা ওই বাটটি দেখি ব্যক্তির কাছে হরফের উদ্দেশ্য ছিল তাদের। সেমতই জড়ো হয়েছিল। ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।
উল্লেখ্য, জমিতে লাঙল চালাতে গিয়ে মিলেছে সোনার বাট, ফাঁস হলো প্রতারণা চক্র । জমিতে লাঙল করতে গিয়ে মিলেছে এমন সোনার বাট। ৫০লক্ষের সোনার বাট মিলবে সস্তায় ২০লক্ষ টাকায়। এভাবেই চলছে লক্ষ লক্ষ টাকার প্রতারণা চক্র। তবে শিলিগুড়িতে কার্যসিদ্ধি হওয়ার আগেই গ্রেপ্তার চক্রের দুই যুবক। ধৃতদের নাম জামির আলী ও আরফান। জামীর আসামের ও আরফান পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। জানা গিয়েছে সোনার আস্ত বাট সস্তায় পাইয়ে দেওয়ার নামে চলছে প্রতারণার চক্র।
রবিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় শিলিগুড়ি এনজেপি থানার পুলিশ। সন্দেহভাজন তিন যুবককের পিছু নেয় পুলিশ। তবে পুলিশকে দেখেই পালিয়ে যায় এক যুবক। জামির ও আরফানকে হাতেনাতে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে মেলে সোনার বাটের অবিকল নকল সোনার দেড় কেজি ওজনের বাট। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় তারা আসাম থেকে মাঠে চাষ করতে গিয়ে ওই বাট পেয়েছে।